ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম :
ধর্মপাশায় ‘নাগরিক অধিকার আন্দোলন’-এর আহ্বায়ক কমিটি গঠন অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত। যথাযোগ্য মর্যাদায় ধর্মপাশায় মহান বিজয় দিবস পালিত। কলমাকান্দা পূর্ব বাজারে লরির চাপায় নারী নিহত ৯ই ডিসেম্বর বেগম রোকিয়া দিবস২০২৫ পালিত হয় কলমাকান্দায় উৎসবমুখর পরিবেশে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধর্মপাশায় ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ। ব্যারিস্টার কায়সার কামালের উপহার শিক্ষার্থীদের হাঁটতে হলো না আর ঝুঁকির পথ ধরে কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত।

ধর্মপাশায় ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ।

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামে, প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী হলেন, মোছাঃ শাহানা বেগম, স্বামী, মোঃ মোবারক হোসেন (সেলিম)। গ্রাম: নওধার, ডাকঘর: পাইকুরাটি, ইউনিয়ন: পাইকুরাটি, ধর্মপাশা, সুনামগঞ্জ। বাদী, শাহানা বেগম, গত ০৩/১১/২০২৫ইং তারিখে, ধর্মপাশা থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন সরেজমিনে তদন্ত করে একটি মামলা রেকর্ড করেন। যার নাম্বার হল: বিবিধ মোকদ্দমা নং ৯৮/২০২৫(ধর্ম)।এর পরিপ্রেক্ষিতে প্রশাসন গত ৩/১১/২৫ইং তারিখে ১২১৮ও১২২৩ দাগের মোট ২.৯৯ শতক লায়েক পতিত বর্তমানে ডোবা রকম এর উপর ১৪৪ধারা জারি করেন। বিবাধিগন ১- খালেদুজ্জান (খোকন) (৫৫), ২- মোঃ রতন মিয়া (৫৩), ৩- বাপন মিয়া (২৫)-পিতা: খোকন, ৪- আতাউল্লাহ (২৮), ৫- আতিক উল্লাহ (২৪), ৬- আইন উল্লাহ (২০) সর্ব পিতা-মোঃ রতন মিয়া। সর্ব সাং- বাখরপুর, জয়শ্রী, ধর্মপাশা, সুনামগঞ্জ। বিবাধিগন ১৪৪ ধারা ভঙ্গ করে এই জায়গায় মাছ ধরেন। বিবাধিগনদের জিজ্ঞেস করলে উনারা বলেন, আমরা আমাদের জায়গায় মাছ ধরতেছি। আমরা ১৪৪ধারা ভঙ্গ করি না। কিন্তু বাদীর দাবি ১৪৪ধারা ভঙ্গ করে মাছ ধরছে।এর জন্য আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।

উল্লেখিত ভূমি মধ্যনগর উপজেলায় অবস্থিত হওয়ায়, মামলার আদেশ তদারকির স্বার্থে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি খবর পেয়েছি। দ্রুত এদের বিরুদ্ধে এ্যাকশানে যাব।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫
২৬৩ Time View

ধর্মপাশায় ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ।

আপডেট সময় : ১২:১৫:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৯ নভেম্বর ২০২৫

 

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার জয়শ্রী ইউনিয়নের বাখরপুর গ্রামে, প্রশাসনের জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করে মাছ ধরার অভিযোগ পাওয়া গেছে।

অভিযোগকারী হলেন, মোছাঃ শাহানা বেগম, স্বামী, মোঃ মোবারক হোসেন (সেলিম)। গ্রাম: নওধার, ডাকঘর: পাইকুরাটি, ইউনিয়ন: পাইকুরাটি, ধর্মপাশা, সুনামগঞ্জ। বাদী, শাহানা বেগম, গত ০৩/১১/২০২৫ইং তারিখে, ধর্মপাশা থানায় একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রশাসন সরেজমিনে তদন্ত করে একটি মামলা রেকর্ড করেন। যার নাম্বার হল: বিবিধ মোকদ্দমা নং ৯৮/২০২৫(ধর্ম)।এর পরিপ্রেক্ষিতে প্রশাসন গত ৩/১১/২৫ইং তারিখে ১২১৮ও১২২৩ দাগের মোট ২.৯৯ শতক লায়েক পতিত বর্তমানে ডোবা রকম এর উপর ১৪৪ধারা জারি করেন। বিবাধিগন ১- খালেদুজ্জান (খোকন) (৫৫), ২- মোঃ রতন মিয়া (৫৩), ৩- বাপন মিয়া (২৫)-পিতা: খোকন, ৪- আতাউল্লাহ (২৮), ৫- আতিক উল্লাহ (২৪), ৬- আইন উল্লাহ (২০) সর্ব পিতা-মোঃ রতন মিয়া। সর্ব সাং- বাখরপুর, জয়শ্রী, ধর্মপাশা, সুনামগঞ্জ। বিবাধিগন ১৪৪ ধারা ভঙ্গ করে এই জায়গায় মাছ ধরেন। বিবাধিগনদের জিজ্ঞেস করলে উনারা বলেন, আমরা আমাদের জায়গায় মাছ ধরতেছি। আমরা ১৪৪ধারা ভঙ্গ করি না। কিন্তু বাদীর দাবি ১৪৪ধারা ভঙ্গ করে মাছ ধরছে।এর জন্য আমি প্রশাসনের কাছে এর উপযুক্ত বিচার দাবি করছি।

উল্লেখিত ভূমি মধ্যনগর উপজেলায় অবস্থিত হওয়ায়, মামলার আদেশ তদারকির স্বার্থে মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান, আমি খবর পেয়েছি। দ্রুত এদের বিরুদ্ধে এ্যাকশানে যাব।