অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি বিজ্ঞাপনের প্রতিবাদে থানায় অভিযোগ
অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অবৈধভাবে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচারের অভিযোগে সুনামগঞ্জের ধর্মপাশা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী নাজমুল হক সজীব (পিতা: মঞ্জুরুল হক), ধর্মপাশা উপজেলার খলাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি সাইবার নিরাপত্তা বিষয়ক উদ্যোক্তা এবং আইটি প্রতিষ্ঠান টেক ডাউন ফাইটার্স (Take Down Fighters–TDF)-এর প্রধান নির্বাহী কর্মকর্তা।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, সম্প্রতি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আইনবহির্ভূতভাবে জুয়া, বেটিং ও পর্নোগ্রাফি সংশ্লিষ্ট বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার করা হচ্ছে, যা দেশের প্রচলিত আইন, ডিজিটাল নিরাপত্তা সংক্রান্ত বিধান এবং সামাজিক নৈতিকতার পরিপন্থী।
এ বিষয়ে অভিযোগকারী জানান, অবৈধ কনটেন্ট বন্ধের লক্ষ্যে তিনি আইনজীবীর মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষকে একটি লিগ্যাল নোটিশ প্রেরণ করেন। নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে অবৈধ বিজ্ঞাপন ও কনটেন্ট প্রচার বন্ধ করার নির্দেশ দেওয়া হলেও অভিযোগপ্রাপ্ত পক্ষ তা অমান্য করেছে।
অভিযোগে অভিযুক্ত ব্যক্তির পরিচয় হিসেবে উল্লেখ করা হয়েছে—মোঃ রাসেল মিয়া (পিতা: মোঃ আঃ মজিদ তালুকদার, মাতা: জ্যোৎস্না বেগম), ঠিকানা: ৫নং ওয়ার্ড, কলিয়া ইউনিয়ন, উপজেলা দৌলতপুর, জেলা মানিকগঞ্জ।
অভিযোগপত্রে আরও বলা হয়, একটি ফেসবুক পেজ ও একাধিক মোবাইল নম্বর ব্যবহার করে অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি সংক্রান্ত বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। উক্ত ফেসবুক পেজের লিংক ও সংশ্লিষ্ট মোবাইল নম্বরগুলো অভিযোগপত্রে সংযুক্ত করা হয়েছে।
এ বিষয়ে নাজমুল হক সজীব বলেন, অনলাইন জুয়া ও পর্নোগ্রাফি সমাজের জন্য ক্ষতিকর এবং তরুণ প্রজন্মকে বিপথে ঠেলে দিচ্ছে। এসব অপরাধ দমনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর ও দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
এ বিষয়ে ধর্মপাশা থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।









