প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
প্রবাসীদের অর্থায়নে বড়ইআটি(কাইয়ুম নগর)মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বড়ইআটি (কাইয়ুম নগর) গ্রামে উদ্দীপনাময় এক ফুটবল উৎসবের মধ্য দিয়ে আয়োজিত মিনি নাইট ফুটবল টুর্নামেন্টের সমাপ্তি ঘটল। গত ২৮ ডিসেম্বর রাত ৯টায় অনুষ্ঠিত ফাইনাল খেলায় কুড়িকাহনিয়া স্পোর্টিং ক্লাব ২-১ গোলে পরাজিত করে ভাই ব্রাদার্স স্পোর্টিং ক্লাবকে, চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
পঞ্চাশ মিনিটের নিয়মিত খেলা টাই থাকার পর টাইব্রেকারে এই জয় নিশ্চিত করে কুড়িকাহনিয়া দল। এলাকার এই ক্রীড়া আয়োজনকে ঘিরে তৈরি হয় উৎসবের আমেজ। টুর্নামেন্টের সভাপতি ও ৩ নং ওয়ার্ড সদস্য রহিছ মিয়ার সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির সভাপতি ও আশির দশকের কৃতি ফুটবলার শাহ্ আলম। তিনি তার বক্তব্যে প্রবাসীদের মূল লক্ষ্য হিসেবে গরীব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথা বলেন। তিনি এই সফল আয়োজনের জন্য উদ্যোক্তাদের ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে আরও বড় আকারে এমন ক্রীড়া অনুষ্ঠানের আয়োজন করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান। বিশেষ উল্লেখ,পাইকুরাটি-সেলবরষ ইউনিয়ন প্রবাসী উন্নয়ন সমিতির অর্থায়নে প্রথম পুরস্কারের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানের শেষে তিনি বিজয়ী কুড়িকাহনিয়া স্পোর্টিং ক্লাবের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন।
এতে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন পাইকুরাটির সাবেক চেয়ারম্যান রেহান উদ্দিন। উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান রানা, বড়ইআটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফরহাদ হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী হিরা,স্বাধীন আহমেদ, রাফি আহমেদ, নুরুল ইসলাম, কাশেম মিয়া, সুজন, নাসির উদ্দিন, শামীম, খায়রুল ইসলাম, রব মিয়া, হেলালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অসংখ্য ফুটবল অনুরাগী।
এই টুর্নামেন্ট কেবল একটি ফুটবল খেলা নয়, বরং এলাকার তরুণ প্রজন্মের মাঝে ক্রীড়াচর্চার গুরুত্ব ও সামাজিক সম্প্রীতির বন্ধনকে আরও শক্তিশালী করার একটি অনন্য উদ্যোগ হিসেবে স্বীকৃতি পেয়েছে।









