ঢাকা ০৬:৪৩ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
সংবাদ শিরোনাম :
কলমাকান্দায় পবিত্র ঈদে মিলাদুন্নবী উদযাপিত। কলমাকান্দায় ১৬ মামলার আসামিসহ গ্রেফতার ৩ ধর্মপাশায় টাকার বিনিময়ে বিএনপি’র বিতর্কিত কমিটি গঠনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন। কলমাকান্দায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত কলমাকান্দায় ভাইকে মৃত দেখিয়ে সম্পত্তি আত্মসাদের অভিযোগে সংবাদ সম্মেলন শোকবার্তা কলমাকান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নেত্রকোনার কলমাকান্দায় নানা আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বুধবার দুপুরে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। ধর্মপাশায় সাংবাদিককে প্রাণনাশের হুমকিতে থানায় জি ডি। সেলবরষ ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড সম্মেলন অনুষ্ঠিত, কলমাকান্দায় বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম টুটুনের জানাজা অনুষ্ঠিত।

অবৈধভাবে বালু উত্তোলনে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ ।

অবৈধভাবে বালু উত্তোলনে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ ।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নদীতীরবর্তী রামদীঘা গ্রামের কয়েকটি পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তারা অভিযোগ করেছেন, একাধিকবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি। এতে নদী ভাঙনের ভয়াবহতা দিন দিন বাড়ছে।

গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা মনাই নদীতে চলমান অবৈধ বালু উত্তোলনের সময় শাহিন মিয়া (২৮) নামের এক যুবককে নৌকা ও ড্রেজার মেশিনসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। আটক শাহিন সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। আজ (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ ঘটনায় মামলার বাদী স্থানীয় বাসিন্দা তারেক মিয়া জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরের নেতৃত্বে একটি চক্র গত ১৫ দিন ধরে মনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের সহযোগিতায় এক অভিযানে একজনকে হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এরপর তিনি বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় আটককৃত শাহিন জানায়, বিএনপি নেতা কাইয়ুম মজনুর নির্দেশেই তারা বালু উত্তোলন করে আসছিল এবং এর বিনিময়ে মজনুকে নিয়মিত মাসোহারা প্রদান করা হতো।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

মধ্যনগর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে, ওই কর্মকর্তা বলেন, এজাহারে তাদের নাম রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনুর বিরুদ্ধে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জলমহাল দখল ও লুঠপাট, ভারতীয় গরু চোরাকারবারসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের বিষয়ে ইতিপূর্বে  বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে একটি জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিক মজনু ও তার সহযোগী কর্তৃক মারধোরের শিকার হন। এ ব্যাপারে কলিমউদ্দিন আহমেদ মিলন(আহবায়ক সুনামগঞ্জ জেলা বিএনপি) জানান এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি । ঘটনাটি যেহেতু আমি এখন শুনলাম অবশ্যই বিষয়টা আমি দেখছি।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
২৮১ Time View

অবৈধভাবে বালু উত্তোলনে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ ।

আপডেট সময় : ০৮:১৭:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫

অবৈধভাবে বালু উত্তোলনে বিএনপি নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ ।

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার মনাই নদী থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে উপজেলা বিএনপির এক নেতার বিরুদ্ধে। এ ঘটনায় নদীতীরবর্তী রামদীঘা গ্রামের কয়েকটি পরিবার বসতভিটা হারানোর ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

তারা অভিযোগ করেছেন, একাধিকবার নিষেধ করার পরও বালু উত্তোলন বন্ধ হয়নি। এতে নদী ভাঙনের ভয়াবহতা দিন দিন বাড়ছে।

গতকাল বুধবার (২৩ জুলাই) দুপুরে স্থানীয় কয়েকজন বাসিন্দা মনাই নদীতে চলমান অবৈধ বালু উত্তোলনের সময় শাহিন মিয়া (২৮) নামের এক যুবককে নৌকা ও ড্রেজার মেশিনসহ আটক করে পুলিশের হাতে তুলে দেন। এ সময় তার সঙ্গে থাকা অন্যান্যরা পালিয়ে যায়। আটক শাহিন সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার আলীপুর গ্রামের বাসিন্দা। আজ (২৪ জুলাই) দুপুরে তাকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এ ঘটনায় মামলার বাদী স্থানীয় বাসিন্দা তারেক মিয়া জানান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু ও ছাত্রদলের সদস্য সচিব মুসাব্বির তালুকদার সাগরের নেতৃত্বে একটি চক্র গত ১৫ দিন ধরে মনাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়দের সহযোগিতায় এক অভিযানে একজনকে হাতেনাতে আটক করে থানায় হস্তান্তর করা হয়। এরপর তিনি বাদী হয়ে মধ্যনগর থানায় একটি মামলা দায়ের করেন।

এদিকে স্থানীয়ভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, জিজ্ঞাসাবাদের সময় আটককৃত শাহিন জানায়, বিএনপি নেতা কাইয়ুম মজনুর নির্দেশেই তারা বালু উত্তোলন করে আসছিল এবং এর বিনিময়ে মজনুকে নিয়মিত মাসোহারা প্রদান করা হতো।
স্থানীয়দের দাবি, প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে নদী ভাঙনে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হবে এবং পরিবেশের ওপর মারাত্মক প্রভাব পড়বে।

মধ্যনগর থানার তদন্ত কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোর্পদ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি নেতার সম্পৃক্ততার বিষয়ে জানতে চাইলে, ওই কর্মকর্তা বলেন, এজাহারে তাদের নাম রয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য অভিযুক্ত বিএনপি নেতা আব্দুল কাইয়ুম মজনুর বিরুদ্ধে মামলার ভয়ভীতি দেখিয়ে চাঁদাবাজি, জলমহাল দখল ও লুঠপাট, ভারতীয় গরু চোরাকারবারসহ বিভিন্ন অপকর্মে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার এসব অপকর্মের বিষয়ে ইতিপূর্বে  বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে একাধিকবার সংবাদ প্রকাশিত হলে একটি জাতীয় পত্রিকার স্থানীয় সাংবাদিক মজনু ও তার সহযোগী কর্তৃক মারধোরের শিকার হন। এ ব্যাপারে কলিমউদ্দিন আহমেদ মিলন(আহবায়ক সুনামগঞ্জ জেলা বিএনপি) জানান এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাইনি । ঘটনাটি যেহেতু আমি এখন শুনলাম অবশ্যই বিষয়টা আমি দেখছি।