ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম প্রচারে লিফলেট বিতরণ, চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার নেতৃত্বে সচেতনতামূলক উদ্যোগ।
ধর্মপাশায় সেলবরষ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম প্রচারে লিফলেট বিতরণ, চেয়ারম্যান গোলাম ফরিদ খোকার নেতৃত্বে সচেতনতামূলক উদ্যোগ।
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. গোলাম ফরিদ খোকা ২৩-৭-২৫ ইংরেজি রোজ বুধবার বিকাল ২ ঘটিকা নিজে উপস্থিত থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করেন।
লিফলেট বিতরণের সময় তিনি গ্রাম আদালতের ভূমিকা, এর সুবিধা ও সহজে ন্যায়বিচার প্রাপ্তির উপকারিতা সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করেন। এ সময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের সচিব মো: রুহুল আমিন, হিসাব সহকারী কাম কম্পিউটার আব্দুল মতিন বাবু, এবং ইউনিয়নের সদস্যবৃন্দ, গ্রাম আদালত সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
গ্রাম আদালত আইন ২০০৬ অনুযায়ী স্থায়ীভাবে কতিপয় ফৌজদারি ও দেওয়ানি বিরোধের সহজ ও দূরত্ব নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত গঠিত হয়, গ্রাম আদালত অনধিক ৩০০০০০/ লক্ষ টাকা মূল্যমানের ফৌজদারী ও দেওয়ানী বিরোধ নিষ্পত্তি করতে পারে,
গ্রাম আদালতের মাধ্যমে চুরি, দাঙ্গা, প্রতারণা, ঝগড়া বিবাদ, কলহ বা মারামারি, মূল্যবান সম্পত্তি আত্মসাৎ করা, অন্যায় নিয়ন্ত্রণ ও অন্যায় আটক,ভয়ভীতি দেখানো বা হুমকি দেওয়া, কোন নারীর শালীনতাকে ও মর্যাদা বা অপমানের উদ্দেশ্য কথা বলা, অঙ্গভঙ্গি করা বা অন্য কোন কাজ করা, এসব বিরোধ নিষ্পত্তি করতে পারে,
চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, গ্রাম আদালত হচ্ছে জনগণের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দেওয়ার অন্যতম মাধ্যম। আমরা চাই মানুষ সহজে ও কম খরচে ন্যায্য বিচার পাক।
এই উদ্যোগের ফলে সাধারণ জনগণের মাঝে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারাও।