পানিতে পড়ে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু।
পানিতে পড়ে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু।
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার গলইখালী গ্রামে ভিক্ষা করতে এসে পানিতে পড়ে মা ও শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন নেত্রকোণার কলমাকান্দা উপজেলার গিলাচোখা গ্রামের স্বামী পরিত্যক্তা ও দৃষ্টি প্রতিবন্ধী বিলকিস আক্তার (২৮) এবং তাঁর মেয়ে বিথী আক্তার (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে বিলকিস আক্তার তাঁর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ভিক্ষা করতে গলইখালী গ্রামে আসেন। ওই সময় খালের ধারে চলাফেরা করতে গিয়ে মা ও মেয়ে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন।
আজ শুক্রবার সকাল ১১টায় স্থানীয় বাসিন্দারা খালের পানিতে দুটি মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন এবং পুলিশে খবর দেন।
স্থানীয় জুয়ানা আক্তার জানান, “লাশ পানিতে ভেসে থাকতে দেখে আমরা সঙ্গে সঙ্গে থানা পুলিশে খবর দিই।”
মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোসাহিদ তালুকদার বলেন, “বিলকিস আক্তার দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন। এমন মর্মান্তিক মৃত্যু খুবই বেদনাদায়ক।”
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, “ঘটনাটি সত্য। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।