একটি হারানো বিজ্ঞপ্তি।
একটি হারানো বিজ্ঞপ্তি।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার বীর দক্ষিণ গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের সহধর্মিণী আম্বিয়া খাতুন গত কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাঁর পরিবারের পক্ষ থেকে সকলের সহানুভূতি ও জরুরি সহযোগিতা কামনা করা হচ্ছে।
আম্বিয়া খাতুন আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি লম্বা, শ্যামলা বর্ণের। তিনি হারিয়ে যাওয়ার সময় আকাশী রঙের শাড়ি পরিহিত ছিলেন।সবচেয়ে উল্লেখযোগ্য শনাক্তকরণ চিহ্ন হলো তাঁর মুখের সামনের উপরের ও নিচের মাড়ির চারটি স্থায়ী দাঁত অনুপস্থিত। পারিবারিক সূত্রে আরও জানা যায় উনি একজন মানসিক প্রতিবন্ধী।
আম্বিয়া খাতুন ধর্মপাশা বা আশেপাশের কোনো এলাকায় কিংবা অসহায় অবস্থায় থাকলে তাঁকে সাহায্য করুন। তাঁর সন্ধান পেলে অথবা কোনো ধরনের তথ্য জানা থাকলে নিম্নোক্ত নম্বরগুলোতে অবশ্যই যোগাযোগ করুন। পরিবার অত্যন্ত উদ্বিগ্ন ও মানসিকভাবে কষ্টে রয়েছেন।
যোগাযোগ
ফোন নম্বর ১: ০১৬১২৫২৫০১৮
ফোন নম্বর ২: ০১৭৯০৮৬৯৯৪১
স্থানীয় জনগণ, প্রশাসন, সংবাদকর্মী ও সমাজের সকল স্তরের মানুষকে তাঁর খোঁজে এগিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানানো হলো। আপনার সামান্য তথ্য একটি পরিবারের জীবন ফিরিয়ে দিতে পারে।
তাঁর শেষ দেখা পাওয়া যায় ধর্মপাশা উপজেলার আশেপাশে। যে কেউ তাঁকে দেখে থাকলে বা কোনো সন্দেহজনক তথ্য জানলে তাৎক্ষণিকভাবে উল্লিখিত নম্বরগুলিতে খবর দিন।