রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি
ধর্মপাশা উপজেলা বিএনপি নেতার ওপর হামলার ঘটনায় স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বহিস্কার;
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রোর ওপর হামলার অভিযোগে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলীকে বহিস্কার এবং উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির দুইজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
উপজেলা যুবদলের যে দুইজন নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে তাঁরা হলেন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী ও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খান। গত ২৩ মে উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক জুলফিকার আলী ভুট্টো হামলার শিকার হন।
বিএনপির কয়েকজন সিনিয়র নেতার সঙ্গো কথা বলে জানা গেছে, গত ২৩মে বিকেল তিনটার দিকে ধর্মপাশা উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির জরুরি সভা ছিল। ওই সভায় যোগ দিতে দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন জুলফিকার আলী ভুট্টো।
জুলফিকার আলী ভুট্টোর অভিযোগ, দলীয় কার্যালয়ে ঢোকার আগে উপজেলা পরিষদের সামনের সড়কে তিনি হামলার শিকার হন। উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারীর নেতৃত্বে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লিয়াকত আলী, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের সদস্য ফারুক আহমেদ, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খান তাঁর ওপর এই হামলা চালান। এক পর্যায়ে তিনি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে ঢুকে নিজেকে রক্ষা করেন।
এ ছাড়া গত ১৩ মে বিকেলে উপজেলা পরিষদ এলাকায় অভিযুক্তরা হামলার চেষ্টা করলে উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক আব্দুল হক ও যুগ্ম আহ্বায়ক এস এম রহমতসহ অন্যান্য নেতৃবৃন্দরা এগিয়ে আসলে তিনি হামলা থেকে রক্ষা পান।
এরপর গত ২৪মে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়কের কাছে হামলার ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে লিখিত অভিযোগ করেন ভূট্রো। ওই দিনই জেলা বিএনপির পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দলের সংশ্লিষ্ট ইউনিটকে সুপারিশ করা হয়।
অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১২জুন উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক লিয়াকত আলীকে বহিস্কার করা হয়। গত ১৬ জুন উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী ও আহ্বায়ক কমিটির সদস্য চন্দন খানকে এ বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় যুবদলের পক্ষ থেকে। নোটিশে তিনদিনের মধ্যে এ বিষয়ে জবাব দিতে বলা হয়।
ধর্মপাশা উপজেলা যুবদলের আহ্বায়ক শওকত আলী বেপারী কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন বলে স্বীকার করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যে আমরা কারণ দর্শানোর নোটিশের জবাব দেব। উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জুলফিকার আলী ভুট্টো বলেন, পরিকল্পিতভাবে আমার উপর হামলা করা হয়েছে। আমি বিষয়টি জেলা ও কেন্দ্রীয় নেতাদের লিখিতভাবে জানিয়েছি।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আবদুল হক বলেন, ধর্মপাশা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী ভূট্রোর উপর হামলার ঘটনায় আমার লিখিত অভিযোগ পেয়েছি। সাংগঠনিক ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ইউনিটকে সুপারিশ করা হয়েছে।









