ধর্মপাশা উপজেলায় বাদশাগঞ্জ চ্যাম্পিয়ন্স টফি ২০২৫-এর নিলাম অনুষ্ঠিত
ধর্মপাশা উপজেলা বাদশাগঞ্জ চ্যাম্পিয়ন্স টফি ২০২৫-এর নিলাম অনুষ্ঠিত।
বাদশাগঞ্জ চ্যাম্পিয়ন্স টফি ২০২৫-এর প্রস্তুতির অংশ হিসেবে আজ (৩০-০৫-২০২৫)বাদশাগঞ্জ ডিগ্রী কলেজে অনুষ্ঠিত হলো খেলোয়াড় নিলাম। ৬ টি ফ্র্যাঞ্চাইজি দলের মালিকরা তাদের পছন্দের খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য প্রতিযোগিতামূলক নিলামে অংশ নেন। মনাই একাদশ ,লন্ডন এক্সপ্রেস, গ্রাউন্ড কিংস , ব্রাদারস স্পোর্টিং ক্লাব , বাংলা টাইগাস , হাওর এলপিজি ক্লাব , এই ৬ দলের সমন্বয়ে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।
এই নিলামে দেশি স্থানীয় তারকা খেলোয়াড়রা অংশ নেন, যেখানে সর্বোচ্চ দামে বিক্রি হলেন গোলকিপার মিশর (সর্বোচ্চ ৪০০০টাকায়) এ কিনে নিয়েছেন বাংলা টাইগার টিমের অধিনায়ক আরেক রহমান।
বাদশাগঞ্জ টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নিলাম শেষে বলেন, “এই প্রতিযোগিতা ক্রিকেটারদের জন্য একটি বড় মঞ্চ। আমরা আশা করছি, দর্শকরা উৎসাহিত হবেন।” টুর্নামেন্টটি শুরু তারিখ মূল কমিটির নির্দেশনা মোতাবেক পরবর্তীতে জানানো হবে
সর্বোচ্চ ১ লাখ টাকার ভিতরেই প্লেয়ার কেনা সম্পন্ন করে প্রত্যেকটি টিম। এখন সবাই অপেক্ষায় রয়েছে মাঠে উত্তেজনাপূর্ণ খেলা দেখার।









