কলমাকান্দায় অবৈধ বালু পরিবহন করায় ভ্রাম্যমান আদালতের জরিমান।
কলমাকান্দায় অবৈধ বালু পরিবহন করায় ভ্রাম্যমান আদালতের জরিমান।
নেত্রকোনার কলমাকান্দায় অবৈধভাবে বালু পরিবহণের দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৫ জুলাই) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক কলমাকান্দার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান এ অর্থদণ্ড প্রদান করেন।
জানা গেছে, শনিবার বিকালে মহাদেও নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে নিয়ে যাচ্ছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলার বিশরপাশা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় বালুভর্তি একটি নৌকাসহ তিনজনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নৌকার মালিক মো. রইছ মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
আটককৃত তিন শ্রমিক ভবিষ্যতে এ ধরণের কার্যকলাপে জড়াবে না মর্মে মুচলেকা দিয়ে মুক্তি পান। এ সময় এক হাজার ৪০০ ঘণফুট বালু জব্দ করা হয়।
সহকারী কমিশনার মাহমুদুল হাসান বলেন, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫ (১) ধারায় অবৈধবালু পরিবহণের দায়ে এ জরিমানা করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।