কলমাকান্দায় ১৬ মামলার আসামিসহ গ্রেফতার ৩
কলমাকান্দায় ১৬ মামলার আসামিসহ গ্রেফতার ৩
নেত্রকোনার কলমাকান্দা থানা পুলিশ বিশেষ অভিযানে ১৬ মামলার আসামি সোহেল মিয়াসহ(৩০) তিনজনকে আটক করেছে। পৃথক স্থান থেকে ৩২ পিস ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে রোববার (৩১ আগস্ট) সন্ধ্যায় নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে এ বিষয়টি নিশ্চত করেছেন কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান। পুলিশ জানান, রোববার গোপন সংবাদের ভিত্তিতে কলমাকান্দা থানার উপ পরিদর্শক আবু হানিফা ও ফেরদৌস আলমের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ৩২ পিস ইয়াবাসহ তিন মাদক কারকারিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার চানপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল মিয়া (৩০), তার বিরুদ্ধে থানায় আরও ১৬ টি মামলা রয়েছে।অন্য আসামিরা হলেন- সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার কান্দাপাড়া গ্রামের মনির উদ্দিনের ছেলে মো. সেলিম (৫০) ও মধ্যনগর পুরাতনপাড়া গ্রামের হোসেন আলীর ছেলে সৈনিক মিয়া (৩০)।
এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ লুৎফুর রহমান বলেন, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় চুরি, ছিনতাই ও মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। অভিযান চালিয়ে সোহেলসহ আরও দুজনকে ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে। রোববার সন্ধ্যায় তাদেরকে নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।