সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী’র প্রার্থীতা ঘোষণা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী’র প্রার্থীতা ঘোষণা
সুনামগঞ্জ-১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক বিএনপির কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ধর্মপাশা উপজেলা বিএনপির সভাপতি সমাজ সেবক আলহাজ্ব অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রার্থীতা ঘোষণা করেছেন।
শনিবার সকাল ১১টায় ধর্মপাশা উপজেলা সদরের নিজ বাসবভন জুবাইদা গার্ডেনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
এসময় অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী লিখিত বক্তব্য পাঠ করে বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অবনতিশীল আইন-শৃঙ্খলার উন্নতি করে, শান্তিপূর্ণ ভাবে অবাধ, নিরপেক্ষ ও সৃষ্ঠ নির্বাচনের মাধ্যমে গনতন্ত্রের উত্তোরন এক বিরাট চ্যালেঞ্জ। জুলাই’ ২৪ অভ্যুত্থানে গণ মানুষের আকাঙ্খা বাস্তবয়ান আজ হুমকির সম্মুখীন। ঐক্যবদ্ধ ভাবে আন্দোলনে জড়িত দলগুলি পরস্পরের বিরুদ্ধে লিপ্ত। যা দেশের স্বাধীনতা-সারভৌমত্ব ও গণতান্ত্রিক সমাজ নির্মাণে বিরাট বাঁধা হয়ে দাড়িয়েছে।
ফ্যসিস্ট সরকারের রেখে যাওয়া দূর্নীতিগ্রন্থ প্রশাসনসহ সকল স্তরে জমে থাকা জঞ্জালগুলি অপসারণ করে সংস্কার কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে।
গণতন্ত্র উত্তোরনে সমাজের ভালো মানুষদের এগিয়ে আসার জন্য তিনি আহব্বান জানান। দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য প্রতিরোধ করে আইনের শাসন, ঘুষ-দূর্নীতি মুক্ত জনবান্দব প্রশাসনসহ সকল স্তরে গনতান্ত্রয়ন প্রয়োজন। তিনি উপস্থিত সাংবাদিকদের জানান, দীর্ঘ ৫০ বছর যাবত রাজনৈতিক কর্মকান্ডে জরিত। স্বৈরাচারের আমলে আন্দোলন সংগ্রামে নির্যাতিত হয়ে কারাভোগ করেছি। জনগনের ভোটের অধিকার প্রতিষ্ঠায় জুলাই অভ্যুথান নতুন বাংলাদেশের দোয়ার খুলে দিয়েছে। এই প্রেক্ষিতে এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রার্থী হতে সিদ্ধান্ত নিয়েছি। আমার বিশ্বাস নির্বাচনী অভিজ্ঞতা, দূর্নীতি মুক্ত, সৎ সাহসী জনপ্রিয়তার বিচারে বিএনপি আমাকে মনোনয়ন দিবে। পরিশেষে সকলের সার্বাত্বক সহযোগিতা কামনা করেন ডাঃ রফিকুল ইসলাম চৌধুরী।









