বাদশাগঞ্জ বাজারে আশার তিন দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প।
বাদশাগঞ্জ বাজারে আশার তিন দিন ব্যাপী ফিজিওথেরাপি ক্যাম্প।
আশা অফিসের সামাজিক স্বাস্থ্য কার্যক্রমের অংশ হিসেবে বাদশাগঞ্জ বাজারে তিন দিনব্যাপী বিনামূল্য ফিজিওথেরাপি ক্যাম্পের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৪ জুলাই সকালে স্থানীয় বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাদশাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নজরুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আশা অফিস, ধর্মপাশা আঞ্চলিক শাখার সিনিয়র আরএম মোঃ মকবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজিওথেরাপি বিভাগের ডা. মোহাম্মদ তরিকুল ইসলাম শিপন, আশা অফিস বাদশাগঞ্জের ম্যানেজার মোহাম্মদ রফিকুল ইসলাম, এবং এইচসিআই অফিসার মোহাম্মদ ওমর ফারুক। এছাড়াও বাদশাগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জনাব আরিফ আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম, জামাল মিয়া ও এলাকার সচেতন নাগরিকবৃন্দ ক্যাম্প পরিদর্শন করেন।
ক্যাম্প সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে ডা. তরিকুল ইসলাম উল্লেখ করেন, “এখানে বাত-ব্যথা, স্নায়ুরোগ, পেশীজতিল ও হাঁটাচলা সংক্রান্ত সমস্যায় আক্রান্ত রোগীদের নাম মাত্রমূল্যে পরামর্শ ও থেরাপি সেবা দেওয়া হবে।” ম্যানেজার রফিকুল ইসলাম আশার পক্ষ থেকে ধন্যবাদ জানান স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকদের, যাদের সহযোগিতায় এই উদ্যোগ বাস্তবায়িত সম্ভব হয়েছে।
১৫ ও ১৬ জুলাই সকাল ৯টা থেকে দুপুর ৫টা পর্যন্ত ক্যাম্পটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। প্রধান অতিথি নজরুল ইসলাম তার বক্তৃতায় বলেন, “স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। আশার এই প্রচেষ্টা দরিদ্র ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় চিকিৎসা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
উল্লেখ্য, আশা অফিস দারিদ্র্য বিমোচন ও সামাজিক স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে দেশব্যাপী নিবিড় কার্যক্রম পরিচালনা করে আসছে। এই ফিজিওথেরাপি ক্যাম্প তাদেরই ধারাবাহিক প্রচেষ্টার একটি অংশ।









