ধর্মপাশায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু।
- ধর্মপাশায় গাছ থেকে পড়ে কৃষকের মৃত্যু।
সুনামগঞ্জের ধর্মপাশায় গাছ থেকে পড়ে হাবিবুল মিয়া নামে ৫৫ বছর বয়সী এক কৃষকের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার মধ্যরাতে সকালে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাবিবুল উপজেলার সেলবরষ ইউনিয়নের কাকিয়াম গ্রামের মৃত আব্দুল আজিজের বড় ছেলে। গত রোববার সকালে নিজ বাড়ির জাম গাছ থেকে পা পিছলে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছিলেন হাবিবুল। পরে তাকে উদ্ধার করে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনিত হলে ওইদিনই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার মধ্যরাতে তার মৃত্যু হয়।
সেলবরষ ইউপি চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা বলেন, কৃষক হাবিবুল তার পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে পরিবারটি অসহায়ত্বের মধ্যে পড়ে যাবে।








