রবি মিয়া, ধর্মপাশা (সুনামগঞ্জ) নিজস্ব প্রতিনিধি
ধর্মপাশায় এক ছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে বখাটে তরুণ কারাগারে
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরে অষ্টম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রী (১৪) কে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির অভিযোগে রবিবার বিকেলে উপজেলার আবুয়ারচর গ্রামের মৃত এনামুল হকের বখাটে ছেলে মো. আলীফ (২২) কে আটক করেন স্থানীয় জনতা। পরে ওইদিনই তাঁকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওই ছাত্রীর পরিবার, এলাকাবাসী ও ধর্মপাশা থানা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই ছাত্রীটি বিদ্যালয়ে আসা যাওয়ার পথে তাকে নানাভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল বখাটে তরুণ মো. আলীফ। এ নিয়ে ওই ছাত্রীটি বেশ কয়েকবার প্রতিবাদ করলেও কোনো কাজ হচ্ছিল না।
উক্ত ঘটনাটি নিয়ে ছাত্রীটি তার বাবা মাকে অবগত করলে তারা তাদের মেয়েকে উত্ত্যক্ত না করা ও কুপ্রস্তাব থেকে বিরত থাকার জন্য আলীফের সঙ্গে কথা বললে সে প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে উঠে।
গত রবিবার বিকেল সোয়া তিনটার দিকে সরকারি বাসভবনের সামনে ছাত্রীটি হাটাহাটি করছিল। এ সময় বখাটে আলীফ ঘটনাস্থলে এসে ওই ছাত্রীটির বাম কাধে স্পর্শ করে। পরে তার চুলের খোঁপায় টান দিয়ে ফুল দেওয়ার চেষ্ঠা করে এবং ছাত্রীটির পরিহিত কাপড় চোপড় ধরে টানাহেঁচড়া করে।
এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করেন। পরে ওইদিন বিকেল চারটার দিকে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ এনামুল হক বলেন, এ ঘটনায় ওই ছাত্রীটির বাবা বাদী হয়ে মো. আলীফকে আসামি করে রবিবার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেছেন।
পুলিশ হেফাজতে থাকা আলীফকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।









