ধর্মপাশা উপজেলা সড়কের বেহাল দশা।
সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা থেকে গাছতলা বাজার পর্যন্ত সংযোগকারী সড়কটি দীর্ঘদিন ধরে অত্যন্ত ভাঙাচোরা ও চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। স্থানীয় জনগণ, যানবাহন ব্যবহারকারী ও ব্যবসায়ীরা এই রাস্তার করুণ অবস্থা নিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাচ্ছেন। উল্লেখ্য রাস্তাটির বড় অংশজুড়ে গভীর গর্ত ও ফাটল রয়েছে, যা যানবাহন চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। বৃষ্টির পানিতে গর্তগুলো পূর্ণ হয়ে যায়, ফলে দুর্ঘটনার ঝুঁকিতে থাকে যানবাহন। কিছু অংশে রাস্তা অত্যন্ত সংকীর্ণ, যেখানে দুটি গাড়ি ক্রসিং করতে সমস্যা হয়। রাস্তার খারাপ অবস্থার কারণে মোটরসাইকেল, সাইকেল ও অটোরিকশা উল্টে যাওয়ার ঘটনা প্রায়শই ঘটে। ভারী যানবাহন আটকে যাওয়ার ঘটনা এখানে সাধারণ।
স্থানীয়দের দাবি অবিলম্বে রাস্তা মেরামত জরুরি ভিত্তিতে গর্তগুলো পূরণ করে সাময়িক সমাধান করা । উপজেলা প্রশাসন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
এ ব্যাপারে আল নূর সালেহীন (নির্বাহী প্রকৌশলী সড়ক এবং জনপদ বিভাগ নেত্রকোনা) জানান, আমরা ইতিমধ্যেই গাছতলা বাজার থেকে মধ্যনগর পর্যন্ত রাস্তা রিপেয়ারের কাজ সম্পন্ন করেছি।
অল্প কিছুদিনের মধ্যেই আমরা গাছতলা বাজার থেকে ধর্মপাশা পর্যন্ত রাস্তার সাময়িক মেরামতের কাজ শুরু করবো। ধর্মপাশা থেকে গাছতলা বাজার পর্যন্ত বর্তমান রাস্তা অত্যন্ত শোচনীয় এবং এটি স্থানীয় জনগণের দৈনন্দিন জীবনকে ব্যাহত করছে। এই সমস্যার দ্রুত ও স্থায়ী সমাধান না হলে অর্থনৈতিক ও সামাজিক ক্ষতি আরও বাড়বে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কাম্য।













